Yousufia Darsul Quran Trust, Bangladesh.

Donate Now

“The charity you give will be your shade on the Day of Judgement.” —Prophet Muhammad (S.A.W)

“Those who spend in charity will be richly rewarded.” —[Quran 75:10]

আমাদের লক্ষ্য

“মানুষের নৈতিকতার অভাবে, আজ সারাবিশ্বে অশান্তি বিরাজ করছে। বিজ্ঞানময় কোরআন এর শিক্ষাই দিতে পারে বিশ্ব শান্তি। ইহ-পরকালের জন্য আলোকিত মানুষ গড়ার মহান লক্ষ্য নিয়েই ইউসুফিয়া দারসুল কোরআন ট্রাস্ট গঠন করা হয়েছে। ”

আমাদের উদ্দেশ্য

“বাংলাদেশের দরিদ্র মুসলিম সন্তান্দের লিখা-পড়ার আর্থিক সহায়তা করা, মসজিদ, মাদরাসা, হিফজখানা, এতিমখানা, দারুল কিরাত, ইসলামী পাঠাগার স্থাপন, অসহায় মানুষদের জন্য বিনামুল্য চিকিৎসা সেবা প্রদান, মুসাফিরখানা স্থাপন, ইত্তাদী ধর্মীয় ও সামাজিক সেবাই আমাদের ট্রাষ্টের এক্মাত্র উদ্দেশ্য।”

দানের মাহাত্ম্য

“যদি তোমরা প্রকাশ্যে দান-খয়রাত কর, তবে তা কতই না উত্তম। আর যদি দান গোপনে কর এবং অভাবগ্রস্তদের দিয়ে দাও, তবে তা তোমাদের জন্য আরও উত্তম। আল্লাহতায়ালা তোমাদের কিছু গুনাহ দূর করে দেবেন। আল্লাহ তোমাদের কাজকর্মের খুব খবর রাখেন।
—(সূরা বাকারাহ : ২৭১)।

চেয়ারম্যান এর বাণী

A T M Nur Uddin

চেয়ারম্যান
অধ্যক্ষ আল্লামা মুফতি এ টি এম নূরউদ্দিন যাংগী, নকশবন্দী আলক্বাদরি (মা: জি: আ:)।

وَلَا رَطْبٍ وَلَا يَابِسٍ إِلَّا فِي كِتَابٍ مُّبِينٍ (القران)
বাংলা অনুবাদ: জলে ও স্থলে যাহা কিছু আছে, সবকিছুর বর্ননা পবিত্র কোরআনুল কারিমে সুস্পষ্ট ভাবে বিদ্যমান আছে। (আল-কোরআন)

خيركم من تعلم القرآن وعلمه (الحديث)
বাংলা অনুবাদ: তোমাদের মধ্যে তাঁরাই সর্বোত্তম মানুষ যারা নিজে পবিত্র কোরআন শিক্ষা করে ও অন্যকে শিক্ষা দেয়। (আল হাদিস)

ওলিকুল শিরোমনি হযরত বড়পীর গাউসুল আযম (র:) বলেছেন:
درست العلم فسرت قطبا.
আমি ইলম অধ্যয়ন করেছি, অতঃপর কুতুব হয়ে গিয়েছি। (কাছীদায়ে গাউসিয়া)

ويعلمكم الكتاب والحكمة ويزكيهم (القران)
বাংলা অনুবাদ: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতিকে পবিত্র কিতাব কোরআনুল কারীম শিক্ষা দিবেন, এবং অকল্যাণ থেকে পবিত্র করবেন। (আল-কোরআন)।

السلام عليكم ورحمة الله وبركاته.
বিশ্ববাসী প্রিয় মুসলমান ভাই ভগ্নিগন! আমার পিতামহের নাম মরহুম শাইখ ইউসুফউল্লাহ তালুকদার (সরপঞ্জ) অত্যন্ত ন্যায়পরায়ণ এবং এলাকার ৮০টি গ্রামের সরদার, সামাজিক বিচারক, একজন আদর্শ বুজুর্গ মানুষ ছিলেন। তাঁরই স্মৃতিচারন করে আমি আন্তর্জাতিক মানের এই ট্রাস্টের নামকরন করেছি।
সকল মুসলমান ভাইবোনদের নিকট আন্তরিক সহযোগিতা একান্তভাবে কামনা করছি।

এক নজরে ইউসুফিয়া দারসুল কোরআন ট্রাস্ট এর অধীনস্থ প্রতিষ্ঠান সমূহঃ